খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক এবং মাসিক আইনশৃঙ্খলা বিষয়কসহ পৃথক পাঁচটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকাল থেকে উপজেলা সম্মলেন কক্ষে যথাক্রমে সভা পাঁচটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) জগৎবন্ধু মন্ডল-এঁর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো, থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, পলাশবাড়ী আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সহ-সভাপতি আজাদুল ইসলাম আকন্দ, মডেল প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, সাধারণ সম্পাদক মাসুদার রহমান মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ চন্দ্র সাহা, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ফেরদাউছ মিয়া ও খবরবাড়ি ২৪ডটকমের সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা ছাড়াও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা, উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভাসহ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।