খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) সকালে সাদুল্লাপুর উপজেলা সদরের একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সে মৃত শহিদুল ইসলামের ছেলে।
স্বজনরা জানায়, খাইরুল ইসলাম বিয়ে করে প্রায় চার বছর ধরে সাদুল্লাপুর শ্বশুর বাড়িতে থাকতেন। এরই একপর্যায়ে রোববার রাতে হঠাৎ খাইরুল ইসলামকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। এসময় সোমবার ভোরবেলা বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখা যায়।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনায়স্থল থেকে খায়রুল ইসলাম নামের এক শ্রমিককে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।