খবরবাড়ি ডেস্কঃ ধর্ষণের শিকার মাগুরার সেই শিশুটির মৃত্যুতে গাইবান্ধা সদর উপজেলায় শোক ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার দারিয়াপুর শহিদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক জোট, দারিয়াপুরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির শুরুতেই শোক প্রকাশ করা হয় এবং দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাংস্কৃতিক জোট ও দারিয়াপুরের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রেজা প্রমুখ। এছাড়াও সংগঠনটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, পৈচাশিকতার শিকার মাগুরার ৭ বছরের শিশুটি কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে চলে গেছে। প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে এগুলো ঘটছে। তারা অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.