খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার তিস্তা,ব্রহ্মপুত্র-যমুনা বেষ্টিত দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য গণ উন্নয়ন কেন্দ্রের বাস্তবায়নে নতুন তিনটি প্রকল্পের অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন, সরকারি কলেজের ভাইস প্রিন্সিপল আব্দুর রশীদ, জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী আফতাব হোসেন, জয়া প্রসাদ, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ডব্লিউএফপির সহায়তায় এন্ট্রিসিপেটরি অ্যাকশন ও এসআরএসপি প্রকল্প উপস্থাপন করেন প্রকল্প প্রকল্প ব্যবস্থাপক তানিয়া তাসমিন, গিভডাইরেক্টলি প্রকল্প উপস্থাপন করেন শহিদুল ইসলাম এবং এডব্লিউও ইন্টারন্যাশনাল এর সহায়তা প্রুফস্্ প্রকল্পটি উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা।
প্রকল্পটি তিন গাইবান্ধা জেলার সাঘাটা, ফুলছড়ি, সদর ও সুন্দরগঞ্জ উপজেলার ৪৫টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। বন্যায় আগাম সহায়তা হিসেবে বন্যা ঝুঁকিতে থাকা প্রায় ৫০ হাজার মানুষ আর্থিক সহায়তা পাবে। এছাড়াও বন্যাকালীন ও বন্যা পরবর্তী ত্রাণ হিসেবে অর্থ ও তথ্য সহায়তার প্রভাব নিয়ে গবেষনাও করা হবে।