খবরবাড়ি ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবীতে গাইবান্ধায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন।
এসময় বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ শহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামসহ অন্যরা। এছাড়াও জেলা-উপজেলার অন্যান্য নির্বাচন কর্মকতা ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, শুরু থেকেই এনআইডি সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি কার্যক্রম ইসির অধীনেই নিরাপদ রয়েছে এবং ভবিষ্যতেও তা নিরাপদ থাকবে। এনআইডি কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ১৩ কোটি ভোটারের তথ্য সুরক্ষিত রাখতে এবং দেশে গণতন্ত্র অক্ষুন্ন রাখতে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনেই থাকা জরুরি। এতদিন ধরে যারা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন, তাদের ছাড়া এই কার্যক্রম অন্য কোথাও স্থানান্তর করা হলে পুরো প্রক্রিয়ায় ধস নামতে পারে। তাই তারা এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবী জানান।