খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম-এর সভাপতি পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়।
এসময় থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, শাহীনুল আলম মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুল আলম বসুনিয়া ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, সকল চেয়ারম্যান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবন্দসহ সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, আমি দায়িত্ব নেয়ার পর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। উপজেলার সাধারণ জনগন অত্যন্ত শান্তি প্রিয়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন সমস্যা নেই। রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। সামনে পবিত্র ঈদুল ফিতরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমাদেরকে আর বেশী সচেতন হতে হওয়াসহ সতর্ক থাকতে হবে। ২৫ মার্চ ভয়াল কাল রাত্রিতে আমাদের দেশের মেধাবীদের মেরে ফেলা হয়েছে। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করে বলছি। আগামী ২৬ মার্চ যাতে আমরা দলমত নির্বিশেষ সকলেই সুন্দর ভাবে উদযাপন করতে পারি সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।