খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ইনসাফ মঞ্চের আয়োজনে শাহবাগ কায়েম করে ফ্যাসিবাদ তৈরি শাপলা ও জুলাই গণহত্যাকারী এবং তাদের দোসরদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে আয়োজক নেতৃবৃন্দের গগনবিদারী শাহবাগের দিন শেষ-ইনসাফের বাংলাদেশ একটি করে শাহবাগ ধর-আর জবাই করসহ বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে পলাশবাড়ী পৌরশহর।
মানববন্ধন কালে উপস্থিত নেতৃবৃন্দ গণজাগরণ মঞ্চের পলাশবাড়ী নেতৃবৃন্দের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গ্রেফতার করার দাবী জানান। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে স্থানীয় জনরোষের মধ্য দিয়ে আইন হাতে তুলে নিয়ে তাদের শায়েস্তা করা হবে বলে আয়োজকরা হুঁশিয়ারী উচ্চারণ করেন।
ইনসাফ মঞ্চের আহবায়ক তামজিদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সদস্য সচিব ফাহিম হাসান তুহিন, মুখ্য সংগঠনক এনামুল শেখ, যুগ্ম মুখ্য সংগঠনক অর্ণব হাসান সামিদ, মোহাম্মদ মতিন, সাজ্জাদুর রহমান, এনামুল হক মুজাহিদ মুন্সী। শেষে ২০১৩ সালের সৃষ্ট গণজাগরণ মঞ্চের অপবিত্র-দুর্গন্ধমুক্ত নোংরা নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানসহ একটি বিক্ষোভ মিছিল চৌমাথা থেকে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। এরআগে নোংরা-দুর্গন্ধমুক্ত শাহবাগীদের প্রতিকী হিসেবে একটি ছাগলকে সাবান দিয়ে গোসলের মাধ্যমে গণজাগরণ মঞ্চ তথা শাহবাগীদের ভৎসনা করা হয়।