খবরবাড়ি ডেস্কঃ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার (১২ মার্চ) দুপুরে বামপন্থি দলগুলোর জোটের জেলা শাখার উদ্যোগে শহরের ১নং রেলগেট থেকে মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারো রেলগেটে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধার সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবির) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতি বর্মন ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নারী নিপীড়ন-সহিংসতা, খুন, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। মব ভায়োলেন্স, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর নারীবিদ্বেষী নানা কর্মকান্ড ক্রমাগত বাড়ছেই। সেটা থামানোর কোনো উদ্যোগ সরকারের দিক থেকে নেই। এসব বিষয়ে সরকার তার দায় অস্বীকার করতে পারে না। আমরা মনে করি, সরকারের এ সকল বিষয়ে স্পষ্ট দায় স্বীকার ও কার্যকর ভূমিকা রাখা উচিত।
জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাী জানিয়ে বক্তারা আরো বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট বোডম্যাপ ঘোষণা করতে হবে। এক্ষেত্রে কোনো কালক্ষেপন জনগণ মেনে নেবে না। স্থানীয় নির্বাচনসহ যেসব নির্বাচনের আলোচনা হচ্ছে আমরা মনে করি এসব নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পরেই সম্পন্ন করা বাঞ্ছনীয়। এসময় জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনের আলোচনা সামনে এনে জাতীয় সংসদ নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই। বরঞ্চ এই অবস্থা চলতে থাকলে বিগত দিনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ যে তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠন করতে পারেনি। সেই সংকট দীর্ঘায়িত হবে এবং এই সুযোগে পরাজিত অপশক্তি নানা সংকট তৈরি করতে চাইবে।