খবরবাড়ি ডেস্কঃ ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি-বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়।
সোমবার (১০ মার্চ) সকালে কর্মসূচি সমূহের অংশ হিসেবে উপজেলা পরিষদের পলাশ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসারহমান তাপাদার-এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ও সাংবাদিক মাসুদার রহমান মাসুদ প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন। শেষে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস কর্মীরা ভূমিকম্প এবং অগ্নিকান্ড প্রতিরোধ বিষয়ক মহড়া প্রদর্শন করেন।