খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌর তাঁতীদল ৬নং ওয়ার্ড তাঁতী দলের কর্মীসভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) পলাশবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর তাঁতী দলের আহবায়ক সোহাগ প্রধান লিটনের সভাপতিত্বে ওয়ার্ড কর্মীসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন।
বিশেষ অতিথির হিসেবে উপস্থি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক রিওন সরকার, সদস্য সচিব মিন্টু মিয়া, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য আকরামুল ইসলাম রায়হান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন সুহাদ, উপজেলা তাঁতী দলের, পৌর তাঁতী দলের ১নং যুগ্ম আহবায়ক রুবেল মিয়া, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান, আলম মিয়া, নাহিদ সরকার, ফেরদাউস, আলিফ সরকার, পৌর তাঁতী দলের সদস্য জিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন পলাশবাড়ী পৌর তাঁতী দলের সদস্য সচিব নুর আলম মন্ডল।
সভায় বক্তারা নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের মাঝে আলোচনা করাসহ আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার আহবান জানান। শেষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।