খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগসহ পারিবারিক ও গোষ্ঠীগত কাউন্সিলর (ভোটার) বানানোর প্রতিবাদে এবং তফসীল বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে ভাতগ্রামের পঁচার বাজারে এই কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ও কারা নির্যাতিতরাসহ অনেকে। এতে প্রায় ২ শতাধিক স্থানীয় বিএনপির নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রোস্তম আলী, সাদেকুল ইসলাম সাদেক, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, বর্তমান য্গ্মু আহবায়ক আব্দুল হাই, আবুল কালাম আজাদ, শাহারুল ইসলাম, সদস্য বাবলু সরকার ও আব্দুর রশিদসহ অনেকে।
বক্তারা বলেন, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে। এরই লক্ষ্যে ইউনিয়নের আহবায়ক তার পরিবারের একাধিক ব্যক্তি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক নিয়ে কাউন্সিলর (ভোটার) তৈরি করেছেন। এতে করে কতিপয় ব্যক্তি তাদের স্বার্থ হাসিলের চেষ্টা ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাই অবিলম্বে ঘোষিত তফসীল বাতিলসহ নতুন করে কাউন্সিলর (ভোটার) বানানোর দাবী জানান বক্তারা।