খবরবাড়ি ডেস্কঃ বষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা যুগ্ম আহবায়ক আকাশ, মেহেদী, জীম ও শিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধা সরকারি কলেজের বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল রশিদ সরকার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান আনিছা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা যুগ্ম সদস্যসচিব মৌটুসী রহমান ইনান, মাসুদ মিয়া, বায়েজিদ বোস্তামী জীম, মাসুদ রানা, রিজন মন্ডল, সৌরভ হাসান, আতিক শাহরিয়ার শান্ত, ফুয়াদ খান এবং জেলা নাগরিক কমিটির নাসের আহমেদ, ফিদা ইসলাম, এ.আর আতিক ও রাশেদুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম আকাশ, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব বায়েজিদ বোস্তামী জীম ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান শিপনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান। সেইসাথে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনারও জোর দাবী জানান।