খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা পুলিশ দল। পাঁচ বারের চ্যাম্পিয়ন নীলফামারী জেলা পুলিশ দলকে হারিয়ে গাইবান্ধা জেলা পুলিশ দল এ গৌরব অর্জন করে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট পুলিশ লাইনস মাঠে খেলা শেষে রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, ক্যাসিনো একটি জুয়া খেলা। এতে অনেকেই ধ্বংস হচ্ছে এবং সেই সাথে মাদক সমাজের জন্য মারাত্মক তি ডেকে আনছে। এসব পরিহার করতে হবে। মাঠে খেলার মধ্য দিয়ে যুব ও তরুণ সমাজের জীবন বদলে যাবে।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী, গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ, হাতিবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী, কালিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকারসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপুলসংখ্যক দর্শক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি উপভোগ করেন। উত্তেজনাপূর্ণ এ ফাইনালে খেলায় নীলফামারী জেলা পুলিশ দলকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গাইবান্ধা জেলা পুলিশ দল। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন গাইবান্ধা জেলা পুলিশের কনস্টেবল সেলিম।
উল্লেখ্য; গত ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ আন্তঃজেলা ভলিবল টুর্নামেন্ট শুরু হয়। এ টুর্নামেন্টে ৭টি দল অংশগ্রহণ করে। প্রতি বছর রংপুর রেঞ্জের পক্ষ থেকে লালমনিরহাট জেলা পুলিশ এ টুর্নামেন্টের আয়োজন করে থাকেন।