খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেনপুর ইউপি’র ৬নং ওয়ার্ড সদস্য পল্লব মিয়াকে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। পল্লব মেম্বর হোসেনপুর ইউপির মধ্যরামচন্দ্রপুর গ্রামের নাজমুল হুদা ওরফে সুলতান ডাক্তারের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভুট্টো জানান, রাজু আহম্মেদ বাদী হয়ে দায়েরকৃত তদন্তাধীন মামলায় (নং-৪, ৩/২/২০২৫) সন্দিগ্ধ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।