খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ী সূতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে অত্র বিদ্যালয়ের বিশালায়তনের দৃষ্টিনন্দন বিশেষ সজ্জিত সবুজ মাঠে দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত, গীতাপাঠ, জাতীয় পতাকা,ক্রীড়া ও বিদ্যালয়ের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন পরবর্তী জাতীয় সংগীত পরিবেশন এবং ক্রীড়াবিদ ও স্কাউট সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার।
পরে প্রতিযোগীদের শপথ গ্রহণ এবং মশাল দৌড় অনুষ্ঠিত হয়।অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার-প্রাপ্ত) মো.আব্দুল বারী সরকার-এর সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাইছুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারি প্রকৌশলী মো. আতিকুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মচারীবৃন্দ ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া সমূহের পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ কবির, ফারুকুল ইসলাম, ফেরদৌস বারী, মিনারা বেগম, হাফিজুর রহমান ও ফেরদৌসি আক্তার প্রমুখ।