খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আঁখি সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলামসহ ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে উপজেলা এনজিও সমন্বয়ক সভাসহ বেশ কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত হয়।