খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা শহরের ২নং রেলগেটে রিক্সা শ্রমিক ইউনিয়ন অফিস সংলগ্ন মেথরপট্টিতে মাদকের আস্থানা বন্ধ ও তাদের পোষ্য সন্ত্রাসী দ্বারা উদয়ন প্রিন্টিং প্রেসে হামলা-ভাংচুর এবং লিমনকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ১নং ট্রাফিক মোড়ে নাট্যসংস্থার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সমপাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সমপাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেন ছাড়াও ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শহরের দৃশ্যমান মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। এই কারণেই শহরের উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।