সংবাদ দাতা,মোঃফেরদাউছ মিয়াঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কিশামত সর্বানন্দ গ্রামে মেসার্স কে.এন.এম. ব্রিকস্ ও তালুক সর্বানন্দ গ্রামে মেসার্স এফ.কে.এম. ব্রিকসে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। এসময় সঙ্গে ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম ও জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ হেদায়েতুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ওই দুই ইটভাটা মালিকের কাছ থেকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।