খবরবাড়ি ডেস্কঃ ‘উত্তরাঞ্চলের বৃহৎ নেটওয়ার্কিং প্রতিষ্ঠান’ গাইবান্ধার গোবিন্দগঞ্জের চারমিং ক্যাবল নেটওয়ার্ক-এর নতুন অফিস ভবনের শুভ-উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টায় গোলাপবাগ বাজার সংলগ্ন মতিঝিল মার্কেটের তৃতীয় তলায় ফিতা কেটে নতুন অফিস ভবনের উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গাইবান্ধা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাবল নেটওয়ার্ক কেন্দ্রীয় কমিটির (কোয়াব) সহ-প্রচার ও গণসংযোগ বিষয়ক সম্পাদক, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী ও শিল্প মালিক সমিতির সভাপতি সানোয়ার হোসেন দিপু। এসময় তার সহধর্মিণী মোছা. মারজানা সুলতানা, চারমিং ক্যাবল নেটওয়ার্কের ম্যানেজার সুশান্ত সরকারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।