গাইবান্ধার গোবিন্দগঞ্জ-গাইবান্ধার ভায়া নাকাইহাট সড়কের শাকদহ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কে ফুলবাড়ি ইউনিয়নের শাকদহ নামক স্থানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে।
সোমবার (২২ মে) দুপুরে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে দো’আ অনুষ্ঠানের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, উপজেলা আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ তুহিন চৌধুরী, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার ও উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমনসহ নেতৃবৃন্দ।