গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত করায় সাঘাটার বোনারপাড়া সরকারি কলেজের উদ্যোগে গতকাল রোববার এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ রাব্বীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্যের সহধর্মিনী ডা: মারিয়াম জামান শিখা, ভারপ্রাপ্ত সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান, কলেজের উপাধ্যক্ষ ফারুকুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মো. রাজু সরকার, প্রভাষক মাসুদুর রহমান, প্রভাষক ফণী ভুষণ পাল প্রমুখ।