দেশের ক্রীড়াঙ্গনে নতুন এক ইতিহাসের জন্ম হল আজ। যে অর্জনের রচয়িতা স্প্রিন্টার ইমরানুর রহমান।
কাজাখাস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন ইমরানুর। যেখানে তিনি সময় নিয়েছেন ৬.৫৯ সেকেন্ড।
দৌড় শেষ করেই উচ্ছ্বাসে ভেসেছেন ইমরানুর। গ্যালারি থেকে দৌড়ে এসে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব তাকে লাল-সবুজ পতাকা জড়িয়ে দেন। হয়তো এই দিনটির জন্য অপেক্ষায় ছিলেন ইমরানুর। দেশের জন্য খেলবেন। লাল-সবুজ পতাকা জড়িয়ে দেশে-বিদেশি টার্ফ মাতাবেন। দেশে তো দ্রুততম মানব হয়েছেনই। এবার আন্তর্জাতিক অঙ্গনে প্রথমবারের মতো সোনার পদক জিতলেন। এশিয়ান এই স্তরের প্রতিযোগিতায় এর আগে কখনও বাংলাদেশ থেকে কেউ পদক অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়া অঞ্চল পরযন্ত সীমাবদ্ধ ছিল।
এর আগে কাজাখস্তানের আস্তানায় শনিবার ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনালে ৬ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ইমরানুর। কাছাকাছি দৌড়ে অল্পের জন্য প্রথম হতে পারেননি। তার সমান সময় নিয়ে ফটো ফিনিশিংয়ে প্রথম হয়েছেন কাতারের ফেমি সেউন ওগুনোডে।
এদিন সকালের হিটে তিনি সময় নিয়েছিলেন ৬ দশমিক ৭০ সেকেন্ড। এই ইভেন্টে ইমরানুরের সেরা টাইমিং আগে ছিল ৬ দশমিক ৬৪ সেকেন্ড। গত বছর সার্বিয়ার বেলগ্রেডে এই টাইমিং করেছিলেন এই অ্যাথলেট।
এর আগের দিন মেয়েদের বিভাগেবাংলাদেশের শিরিন আক্তার হিট থেকে বিদায় নেন ৭ দশমিক ৯৩ সেকেন্ড সময় নিয়ে। অবশ্য বাংলাদেশের দ্রুততম মানবী টাইমিংয়ে উন্নতি করেছেন। আগে এই ইভেন্টে ৮ দশমিক ৫০ সেকেন্ড নিয়ে দৌড় শেষ করার রেকর্ড আছে।