৭ এপ্রিল শুক্রবার মুক্তি পাচ্ছে হাসিবুর রেজা কল্লোলের সিনেমায় ‘সত্তা’। সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম। সিনেমার মুক্তি নিয়ে ব্যাপক তোড়জোড় চলছে।
নির্মাতা কল্লোলও পোস্টার, হল বুকিং, ইউটিউবে গান প্রকাশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে প্রচারে এবার সামিল হলেন ছবির নায়িকা নিজেই।
পাওলি দাম ‘সত্তা’ সিনেমা নিয়ে ফেসবুক লাইভে কথা বলেন ভক্তদের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুদিন ধরে তিনি এটা নিয়ে ভক্তদের সঙ্গে থাকার আহবান জানিয়েছেন। পাওলি বলেন, ‘আড্ডা দেবো আমার নতুন ফিল্ম সত্তা নিয়ে। সঙ্গে থাকবেন তো?’উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সত্তা। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা।