আজ ১৩ই ডিসেম্বর গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।তিনি উপজেলার সাঘাটা থানা, উল্লা-সোনাতলা ভূমি অফিস ও বোনারপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদে পরিদর্শনে ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যান নাসিরুল আলম স্বপন তাকে ফুল দিয়ে বরণ করে নেন। ওইসময় বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির তুহিন, ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, এম.ইউ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বোনারপাড়া রেল স্টেশনের উপর দিয়ে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতে দূর্ঘটনার হাত থেকে রক্ষার জন্য রেলওয়ে প্রাচীর পারাপারে মিনিগেট করে দেওয়ার দাবি জানান।
তাৎক্ষণিক জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে জেলা প্রশাসক অলিউর রহমান ইউপি চেয়াম্যান ও মেম্বারদের উদ্দেশ্যে বলেন, সাধারণ জনগণের কল্যাণে ও এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে সবাই ঐক্যমতে কাজ করবেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাবিন শফি,উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হায়দার আলী, বোনারপাড়া ইউপি সচিব আবদুল মোত্তালিব আকন্দ, ইউপি সদস্য আশরাফ আলী শেখ, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাসুদার রহমান উপস্থিত ছিলেন।