গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) নির্বাচনী এলাকার বিশেষ বরাদ্দের টি.আর প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলার ধর্মীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানে আসবাবপত্র, সোলার প্যানেল, নামাজের চট, মাইক ও অন্যান্য সামগ্রী বিতরণ করলেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বরে আসবাবপত্র ও সোলার প্যানেল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ টি.আর প্রকল্পের এসব সামগ্রী বিতরণ করেন ফুলছড়ি-সাঘাটা আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, আর.বি এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান পারভেজ রোমান, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মশিউর রহমান চাঁন প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) নির্বাচনী এলাকার বিশেষ বরাদ্দের টি.আর প্রকল্পের আওতায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি কমিউনিটি ক্লিনিকে আসবাবপত্র এবং ৪টি ঈদ গাঁ মাঠে চট, মাইক সহ অন্যান্য সামগ্রী এদিন বিতরণ করা হয়।