গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের শুভ-উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কাচারী বাজার সড়কের গ্রামীণ ব্যাংক সংলগ্ন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মরহুম বকুল মিয়ার চাতালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মো. আতাউর রহমান আতা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া রুবেল, নলডাঙ্গা ইউপি পরিষদ চেয়ারম্যান গফুর আলী, নলডাঙ্গা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, যুবলীগ নেতা শাহরিয়ার ইসলাম রাসেল ও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল বাশার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ নেয়। প্রথমেই নলডাঙ্গা ইউপি পরিষদ চেয়ারম্যান গফুর আলী ও নলডাঙ্গা জে.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরূবা আকতার বানু জেলির রক্ত পরীক্ষার মধ্যে দিয়ে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন এ ডায়াগনষ্টিক সেন্টারটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান আতা তাঁর বক্তব্য বলেন, নতুন ডায়াগনষ্টিক সেন্টারটি চালু অত্রালাকার মানুষের চিকিৎসা সেবায় বিশেষ ভুমিকা রাখবে। এ জন্য স্থানীয় সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এ প্রতিষ্ঠানটির প্রতি আমার বিশেষ নজর থাকবে। যাতে করে এলাকার গরীব-ধনী সকল শ্রেণীর মানুষজন চিকিৎসা সেবা পায়।