গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার উচ্চ মূল্য ফসলের (মাল্টা ও ড্রাগন ফল) আধুনিক চাষ পদ্ধতি বিষয়ক চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টার ন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা) আয়োজনে উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইউএনও সরদার মোস্তফা শাহিন। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজু মিয়া, ওয়ালিউর রহমান প্রমুখ।