ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাজু মিয়া নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীর রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ডাকবাংলা বাজারের পাশে ডাকবাংলা-মহিমাগঞ্জ সড়কে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। নিহত ভ্যান চালক সাজু গোবিন্দগঞ্জ উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
এ ঘটনায় গতকাল বুধবার ছিনতাই হওয়া অটোভ্যানটি উদ্ধারসহ সবুজ ও টিটু মিয়া নামে দু’জন ছিনতাই কারিকে সাঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।থানা সুত্রে জানা গেছে, সাজু মিয়া মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ডাকবাংলা-মহিমাগঞ্জ সড়কে সাঘাটায় আসার সময় পথিমধ্যে ডাকবাংলা বাজারের কাছাকাছি পৌছামাত্র ছিনতাইকারীরা ভ্যান চালক সাজুকে উপর্যপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ৮টার সময় তিনি মারা যান।সাঘাটা থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ছিনতাইকারীরা মহিমাগঞ্জ বাজার ভ্যান স্ট্যান্ড থেকে যাত্রীসেজে সাঘাটার দিকে এসে ডাকবাংলা এলাকায় পৌছে এই ঘটনা ঘটিয়েছে। বগুড়ার জেলার মোকামতলা এলাকার ডাকুমারাহাট থেকে ভ্যান বিক্রির সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ ছিনতাই হওয়া ভ্যান উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে ভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই করার কথা স্বীকার করেছে।