সিনেমার নায়িকার সঙ্গে প্লেব্যাক গায়কের হৃদ্যতা থাকবে এটাই স্বাভাবিক। তারকা কণ্ঠশিল্পী আসিফ আকবরের গানের ভক্ত এ সময়ের চিত্রনায়িকা পরী মনি। জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল) ঘিরে আসিফের মুখে শোনা গেলো পরী-বন্দনা।
সোমবার পরীর সঙ্গে ছবি শেয়ার করে ফেসবুকে একটি দীর্ঘ লেখা পোস্ট করেছেন আসিফ আকবর। গানের রাজপুত্র লেখাটির ভূমিকা দিয়েছেন এভাবে, ‘বাংলা ছবির দুই অবিসংবাদিত অভিনেত্রী শাবানা ম্যাডাম এবং ববিতা ম্যাডাম । আবাহনী – মোহামেডানকে ঘিরে যেভাবে দেশ বিভক্ত হয়ে যেতো, আমাদের বাসায়ও ম্যাডামদের নিয়ে হতো সেই রকম মাতামাতি । ’
পরীর সঙ্গে প্রথম সাক্ষাতের বর্ণনা দিয়ে আসিফ লিখেছেন, ‘বছর দুয়েক আগে কক্সবাজারের হিমছড়িতে যাচ্ছিলাম আমার গানের শ্যূটিংয়ে। পথে ফিল্মের শ্যূটিং দেখে থামলাম, পরিচালক রকিব ভাই এগিয়ে এলেন। ইউনিটের সবাইকে হাই হ্যালো শুরুর আগে একটি মেয়ে দৌঁড়ে আমার সামনে এসে দাঁড়ালো, তার নাম পরীমনি, সে আমার ফ্যান।’
আলোচিত এ গায়কের ভাষায়, ‘এখন বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচেয়ে কিউটেষ্ট। আমি রীতিমত অবাক তার উচ্ছাস দেখে, আমরা পরিচিত হলাম, সেই শেষ দেখা। কিছুদিন আগে “চাঁদনী” ছবির মহরত অনুষ্ঠিত হলো, আমার গান দিয়ে সিনেমার কাজ শুরু হবে । অফিসে বসে আছি গান গাওয়া শেষে, হঠাৎ পরিচালক শামীম ভাই পরীকে নিয়ে আমার অফিসে ঢুকলেন। আমি আবারো অবাক, তারপর নানা আনুষ্ঠানিকতায় পরীকে লক্ষ্য করলাম, সে আমার চেয়ে বেশি স্ট্রেইট কাট। সঙ্গে নিরহংকারী এবং অসম্ভব ভদ্র সুন্দরী। পরীর জন্য শুভকামনা সবসময়।’
আসিফ লেখাটি শেষ করেছেন এভাবে, ‘আজ জাতীয় চলচ্চিত্র দিবস, একজন বাংলাদেশী প্লেব্যাক সিঙ্গার হিসেবে গর্ববোধ করি। প্রাণ ফিরে আসুক বাংলা চলচ্চিত্রে। ডানা কাটা পরীরা উড়ে বেড়াক পর্দার বাইরের হিরোদের মনে ! ভালোবাসা অবিরাম।’