এবার খুলনার দৌলতপুরে আবদুল্লাহ আল ফয়সাল ওরফে শিবলু মোল্লাকে (২৬) নামে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে দৌলতপুরের দেয়ানা এলাকার পূর্বপাড়া হাসপাতাল মোড়ে নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, নিহত শিবলু মোল্লা দেয়ানা এলাকার বাবু মোল্লার ছেলে ও খুলনা বিএল কলেজ শাখা ছাত্রদলের নেতা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দেয়ানা হাসপাতাল মোড়ে আড্ডা দিচ্ছিল শিবলু। এসময় কয়েকজন সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে শিবলুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় শিবলুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে শিবলুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই স্থানীয়রা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আনোয়ার হোসেন বলেন, ‘আমির হোসেন নামের স্থানীয় এক ব্যক্তির ছেলেরাসহ আরও কয়েকজন মিলে শিবলু মোল্লাকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
নিহতের চাচা খুলনা সিটির ৪নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা শিবলুকে কুপিয়ে জখম করে। শিবলু তার বাবা বাবু মোল্লার ব্যবসা দেখাশুনা করতো। সে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল না।’
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, শিবলু হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।সূত্র- আরটিএনএন