গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া উন্নয়ন সহযোগী সংস্থার সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার সোশ্যাল ডেভেলপমেন্টের আয়োজনে নুতন জীবন লাইভলীহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর আওতায় সুবিধাভোগীদের সঙ্গে উপজেলা পর্যায়ে সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের সােেথ একদিনের স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হকের সভাপতিত্বে উক্ত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক এনামুল হক, উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) আয়েন উদ্দিন, এসডিএফ এর জেলা কর্মকর্তা শরিফুল আজাদ, জেলা কর্মকর্তা (লাইভলীহুড) রবিউল ইসলাম, উপজেলা কর্মকর্তা জিল্লুর রহমান, মার্কেটিং অফিসার শাহ আলম প্রমূখ।