গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, মানবাধিকার কমিশনের ফুলছড়ি ইউনিট এবং উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের ফুলছড়ি ইউনিটের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সাবেক ফুলছড়ি প্রতিনিধি আইয়ুব হোসেনের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার প্রেসক্লাব কক্ষে সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বোনারপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, গজারিয়া ইউপি চেয়ারম্যান শামছুল আলম, দৈনিক করতোয়ার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও উফেসাপের জেলা ইউনিটের সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সাঘাটা প্রতিনিধি আজহারুল ইসলাম, মহিমাগঞ্জ প্রতিনিধি মনজুর হাবীব মন্জু, মরহুমের জ্যেষ্ঠ্য কন্যা সাজিয়া পারভীন আলো, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লোকাল, ফুলছড়ি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, ফুলছড়ি ডিগ্রী কলেজের
প্রভাষক মুহাম্মদ ইউসুফ আলী, আমিনুল ইসলাম, ঠিকাদার জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান হবি, প্রধান শিক্ষক সবুজ পাঠান, ফুলছড়ি থানার এএসআই আব্দুল ছালেক, শিক্ষক মোনায়েম সরকার, সাংবাদিক শফিউল আলম খোকন, হাফিজুর রহমান, বিজয় কুমার, আশরাফুল ইসলাম, মকবুল হোসেন, হাসান মেহেদী বিদ্যুৎ প্রমুখ।
মরহুম আইয়ুব হোসেনের সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন ফুলছড়ির সাংবাদিকতার পথিকৃৎ। মরহুম আইয়ুব হোসেন তার লেখনি শক্তি দ্বারা ফুলছড়ি উপজেলার মাটি ও মানুষের মনে স্থান করে নিয়েছিলেন।ফুলছড়ি বাসী তাকে কোনদিন ভুলতে পারবে না। তিনি সাহিত্য
অনুরাগীদের হৃদয়ের মণিকোঠায় উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবেন। স্মরণ সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারন মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও ইফতার মাহ্ফিলে অংশ গ্রহন করেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জুন সাংবাদিক আইয়ুব হোসেন ইন্তেকাল করেন।