গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া সরকারি খাদ্য গুদামে আজ বৃহস্পতিবার ৩৪ টাকা কেজি দরে ২৩শ ৭ মেট্রিক টন চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল কুমার ঘোষ ।
এ সময় উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার ঘোষ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হালিমুর রহমান, ওসিএলএসডি শাহেদুর রহমান, চাল কল মালিক আব্দুল বাকি, আমজাদ হোসেন, আব্দুল হালিম, আলতাফ হোসেন প্রমূখ। উল্লেখ্য উদ্বোধনের প্রথম দিন ৭ মেট্রিক টন চাল ক্রয় করা হয়েছে।