শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার ও অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
শিক্ষামন্ত্রী আজ ঢাকায় ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
নাহিদ বলেন, শিক্ষার্থীদের কাছে আকর্ষনীয় হয়, সেভাবে স্কুল, কলেজ ও মাদরাসার টেকসই ভবন নির্মাণ করতে হবে।
দেশের শিক্ষা অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রকৌশলীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ অধিপ্তরের কাজের পরিধি অনেক বেড়েছে। তিনি আধুনিক কায়দায় ভালো অবকাঠামো নির্মাণ করার জন্য ইইডিকে নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, অবকাঠামো নির্মাণের কাজগুলো যথাসময়ে শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় গত ৮ বছর ধরে প্রতিবছর শতকরা ৯৯ ভাগ উন্নয়ন কর্মকান্ড যথাসময়ে বাস্তবায়ন করেছে। এ সুনাম অক্ষুন্ন রাখেেত হবে। লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্বক চেষ্টা চালাতে হবে। শিক্ষার মানসম্মত পরিবেশের জন্য মানসম্মত ভৌত অবকাঠামো নির্মাণ করতে হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, মাদরাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং ইইডি’র তত্বাবধায়ক প্রকৌশলী সাদিকুর রহমান বক্তব্য রাখেন।সূত্র- বাসস