গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম ও ভাইস-চেয়ারম্যান মোঃ আবু তালেব সরকারকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ২০১৫-৩৭০, ৩৭১ ও ৩৭২ স্মারকে পরিপত্রে ২ য় বার সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাদের মধ্যে নজরুল ইসলাম জেলা জামায়াতের সুরা সদস্য ও মোঃ আবু তালেব সরকার পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির।
তাদের বরখাস্তের পর মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার শিপনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের হাতে এ সংক্রান্ত একটি পরিপত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে ৩৭০, ৩৭১ ও ৩৭২ নং স্মারকে ২৩ মার্চ ২০১৭ ইং তারিখে উপ সচিব স্বাক্ষরিত ঐ নির্দেশনা দেয়া হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে আদালতে, (১) এস.সি -৩৫/১৬ জি. আর ৩২/১৫ (২) এস. সি-১১৬/১৬ জি আর -২৯/১৫ (৩) এস.সি -১১৫/১ জি আর -৩১/১৫ (৪) এস.সি-৫৩/১৬ জি আর- ৯/১৫ সমূহ মামলায় চার্জশীট বিজ্ঞ আদালতে গৃহিত হওয়ায় ২ য় বারের মতো বরখাস্ত করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলা পরিষদে থেকে পাওয়া বরখাস্ত কৃত পরিপত্র মারফত এবিষয়ে নিশ্চিত হওয়া যায়।