এবার মাদারীপুরের প্রায় ৩০০ পুলিশি প্রহরায় তাফসীরুল কোরআন মাহফিল করলেন এই সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী।
বুধবার মাদারীপুরের কালকিনিতে সাহেবরামপুর ইউনিউয়নে মাহফিল করেন আজহারী।
সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান সেলিমের সভাপতিত্বে এই মাহফিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম, উপজেলা আ’লীগের সহসভাপতি আওলাদ হোসেন মাস্টার, সাহেবরামপুর সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জামাল ও কালকিনি থানার ওসি নাসিরউদ্দিন মৃধা প্রমুখ।মাদারীপুরের জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ওয়াজকে ঘিরে আমরা তিন শতাধিক পুলিশ মোতায়েন করেছিলাম। এছাড়া বিভিন্ন বাহিনীর আরও দুই শতাধিক লোকজন নিরাপত্তার দায়িত্বে ছিল। ফায়ার সার্ভিস প্রস্তত রাখা হয়েছিল।