দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে পুড়ে গেছে ২৪ পরিবারের অর্ধশত ঘর।
উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা শাহ্ জানান, বৃহস্পতিবার ভোরে সুবর্ণখুলী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আলী হোসেনের রান্নাঘরে আগুন লেগে তা দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। নীলফামারী জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্তণে আনলেও ততক্ষণে ২৪ পরিবারের অর্ধশত ঘরসহ মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।