গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মাহমুদুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের খামার জামিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।
নিহত মাহমুদুর মনোহরপুর গ্রামের মৃত নূর হোসেন মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আব্দুল গোফ্ফার (৫০) নামে এক মালয়েশিয়া প্রবাসী এবং তার ছেলে শাহিনুরকে (২০) আটক করেছে পুলিশ।
পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম বলেন, “মনোহরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী গোফ্ফারের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সর্ম্পকের জের ধরে মাহমুদুর রহমান বুধবার তার (গোফ্ফারের) শ্বশুরবাড়িতে রাতে যান। এ সংবাদ পেয়ে গোফ্ফার ও শাহিনুর ঘটনাস্থলে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।”
পুলিশ রাত ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।