রাজধানীতে অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় খিলক্ষেত এলাকার পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিকের বস্তাবন্দি অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই নারীকে গলা কেটে হত্যার পর মরদেহ গুম করা তাদের উদ্দেশ্য ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।