“বর্জ্য পানি কমিয়ে আনি-অপচয় রোধ করি” এই প্রতিপাদ্য সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি মতলুবর রহমান নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহজান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, সমাজসেবা কর্মকর্তা বেগম মোস্তারী জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, এসকেএস ওয়াশ প্রজেক্ট ম্যানেজার আব্দুর রউফ ও মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। এসময় বিভিন্ন রাজনৈনিতক সামাজিক, সাংস্কৃতিক, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।