গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দুই-একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বে-সরকারী ফলাফলে ৯৭ হাজার ৩শ’ ৭৪ ভোট পেয়ে আ’লীগ মনোনীত গোলাম মোস্তফা আহম্মেদ (নৌকা) নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৫৯ হাজার ১শ’ ৫০ ভোট।
সংশ্লিষ্ট তথ্য নির্ভর সূত্রে জানা যায়, বুধবার (২২ মার্চ) সকাল ৮টা বিকেল ৪টা পর্যন্ত টানা গতিবেগে পৌরসভাসহ ১৫টি ইউনিয়নের ১শ’ ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। ভোট চলাকালে অবৈধভাবে ভোট দিতে এসে রিন্টু মিয়া ও নয়ন মিয়া নামের ২ কিশোরের ৫’শ টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। এছাড়া চন্ডিপুর এফ হক উচ্চ বিদ্যালয় কেন্দে সবুজ মিয়া ও আতোয়ার রহমান নামের ২ জন, চর কাপাসিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সীচা দ্বি মূখী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অবৈধ ভোট দেয়ার চেষ্টা কালে তানজিম আহমেদ ও মনা মিয়া নামের ২ জন ও নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাজা মিয়া, রানা মিয়া, আশরাফুল ও আব্দুর রাজ্জাক নামে আরও ৪ জনকে আটক করে প্রশাসন। এব্যাপারে কর্তরত ম্যাজিস্ট্রেট মাশফুকুর রহমান বলেন, আটককৃতদের মোবাইল কোর্টে বিচার করা হবে। বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে জানা যায়, এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। তবে কোন-কোন কেন্দ্রে পুরুষদের চেয়ে নারী ভোটারের উপস্থিতি কিছুটা বেশি ছিল। ৩ লাখ ৩৩ হাজার ৩শ’ ৮১ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৬২ হাজার ৫শ’ ৪০ ও নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৮শ’ ৪১। এ নির্বাচনে স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যান্য প্রার্থীরা হলেন, স্বতন্ত্র ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার (আপেল), জাসদ’র এ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপি’র ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল), গণফ্রন্ট’র শরিফুল ইসলাম (মাছ) ও এনপিপি’র জিয়া জামান খাঁন (আম)।
উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে শূন্য হওয়া এ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।