প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কুকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক। এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ইকবাল সোবহান চৌধুরী এবং কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাক্কু মেয়র হিসেবে পুনর্বার জয়লাভ করেন।সূত্র- বাসস