গাইবান্ধা প্রতিনিধিঃ “আত্মকর্মী যুব শক্তি উন্নয়নের মূলভিক্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুক্রবার জঙ্গী বিরোধী প্রচারণাসহ সচেতনতা বৃদ্ধিমূলক ও অটিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়েরর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোফায়েল আহম্মদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার (অতিরিক্ত দায়িত্ব) জাফর আহমদ লস্কর, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইলতুতমিশ আকন্দ পিন্টু, এসআই জাকির হোসেন, উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার বিদ্যুৎ কুমার বিশ্বাস, মাওলানা আবুল খায়ের, সাংবাদিক শাহ আলম যাদু, যুব ইকবাল কবীর, মিত্র কুমার, মধু মিয়া, যুবা শিউলী বেগম প্রমুখ।