‘মায়াবী জোসনার জীবন’ নাটকের শিডিউল ফাঁসানোর অভিযোগ করা হয়েছে অভিনেত্রী ও মডেল তানজিন তিশার বিরুদ্ধে। ক্ষতিপূরণ দাবি করে এরই মধ্যে ডিরেক্টর গিল্ডস ও অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। আগামী মাসে এই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
নাটকের কো-প্রডিউসার শাওন রহমান বলেন, “তানজিন তিশার জন্য আমাদের ‘মায়াবী জোসনার জীবন’ নাটকের শুটিং করতে পারিনি। তার জন্য আমাদের আড়াই লাখ টাকা ক্ষতি হয়েছে। নায়ক রিয়াজ সাহেবের মতো সিনিয়র শিল্পীকে সারা দিন বসিয়ে রাখতে হয়েছে। শিডিউল দিয়ে শুটিংয়ের দিন মোবাইল বন্ধ রেখে তিনি আমাদের এত বড় ক্ষতি করেছেন। বিষয়টি নিয়ে আমরা ডিরেক্টর গিল্ডস অভিনয় শিল্পী সংঘের কাছে লিখিত অভিযোগ করেছি। আশা করি ওনারা এ বিষয়ে ব্যবস্থা নেবেন।’
চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘আমি সারা দিন বসে ছিলাম, শুটিং করতে পারিনি। এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত, কারণ আমাদের নাটকের বাজেট এমনিতেই কম, তার মধ্যে যদি শিল্পীদের নিয়ে পরিচালকের বাড়তি চিন্তা করতে হয় তাহলে ভালো কিছু করা সম্ভব নয়। যারা মঞ্চে কাজ করে তারপর অভিনয়কে ভালোবেসে কাজ করছে, তাদের মধ্যে এমনটি সাধারণত লক্ষ করা যায় না। আর যারা এমনিতেই কাজের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের বেলায় যে পরিচালক তাদের নিয়ে আসছেন; তাদের শিল্পীদের সবকিছু শিখিয়ে দেওয়াটা দায়িত্ব। একজন শিল্পী তো কাদামাটি, তাদের আপনারা তৈরি করে নেবেন। কাজের পরিবেশটাও তাদের শেখাতে হবে। আর যারা অন্য মাধ্যম থেকে শিখে আসছে তাদের বেলায় এমনটি হয় না।’
রিয়াজ আরো বলেন, ‘আবার এমনও হতে পারে যে একজন শিল্পী শুটিংয়ের দিন হঠাৎ অসুস্থ হয়ে গেল বা কোনো ধরনের অ্যাকসিডেন্ট হলো, তখন তো শুটিং করা যাবে না। তবে এমন অবস্থায় অবশ্যই ফোনে বিষয়টি জানানো উচিত। অবশ্য পরে তানজিন তিশা আমাকে ফোন করে সরি বলেছে।’
ডিরেক্টর গিল্ডসের সভাপতি গাজী রাকায়েত বলেন, ‘আমি শুনেছি আমাদের সংগঠনকে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এই বিষয়ে শিল্পী সংঘের কাছে বিচারটি চাইলে ভালো হয়। যেহেতু তাদের একটি সংগঠন আছে। আমরা মিটিংয়ে বসলে শিল্পী সংঘের কাছে উত্তর চাইব।’
শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম বলেন, ‘আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করা হযেছে। আমরা তানজিন তিশার কাছে বারবার ফোন করেও যোগাযোগ করতে পারিনি। তবে আগামী মাসের প্রথম সপ্তাহে মিটিং আছে। তার আগেই তিশার সঙ্গে যোগাযোগ করব এবং সে কেন এমন করেছে তা জানতে চাইব।’
নাসিম আরো বলেন, ‘দুয়েকজন শিল্পীর জন্য আমাদের শিল্পী সমাজের দুর্নাম হচ্ছে, হাতে গোনা দুয়েকজন ছাড়া সবাই শিডিউল মেনে কাজ করেন। আমরা এখন যেহেতু একটি সংগঠন করেছি, আমরা চাইব নাটকের যে কোনো ধরনের সমস্যা সমাধান করে নাটকের মান ফিরিয়ে আনতে। সে ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা সব বিষয়ে কঠোর হব।’
এ বিষয়ে কথা বলার জন্য তানজিন তিশার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।