এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপি ৩৮তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার এস.এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেজিয়া বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদ হোসেন মন্ডল, ওসি (তদন্ত) আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক-মোস্তাফিজুর রহমান। পরে বিজ্ঞান মেলায় সেরা স্টলের প্রতিষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করেন অতিথিগণ।