বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত এ আদেশ দেন।প্রসঙ্গত, ১৩ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়েও রুল জারি করেন আদালত। বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিরুল্লাহর ডিভিশন বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।বিরোধী দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে মিরপুরের দারুসসালাম ও যাত্রাবাড়ী থানায় ২০১৫ সালের জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছিল। এসব মামলায় খালেদা জিয়াকে ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে ঢাকা মহানগর দায়রা জজ অভিযোগ আমলে নেন।পরে অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। আবেদনের পক্ষে জয়নুল আবেদিন ও এম মাহবুব উদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির শুনানি করেন।