গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সদস্য আব্দুল খালেক মন্ডলের পিতা আবু বক্কর সিদ্দিক মন্ডল সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যু বরণ করেছেন। এর আগে বুধবার রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে কাঁটাবাড়ি বাগদা বাজার নামক স্থানে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। মৃত্যকালে মরহুমের বয়স হয়েছিল ৬৫ বছর, তিনি স্ত্রী, ৫ পুত্র, ৩ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন গোবিন্দগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাংবাদিক শাহ আলম সরকার সাজু, তাজুল ইসলাম প্রধান, এসএম কবীর রাসেল, মোয়াজ্জেম হোসেন আকন্দ, তারাজুল ইসলা, নুর আলম আকন্দ, কালা মানিক দের, মনিরুজ্জামান প্রমূখ।