হযরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। আজ রোববার ভোরে আখেরী মোনাজাতের পর শিরনী বিতরণের মধ্য দিয়ে ওলিকুল শিরোমণির ৬৯৮তম ওরশ সমাপ্ত হয়।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শনিবার সকালে ওরশের আনুষ্ঠানিকতা শুরু হয়। ওইদিন সকাল ৯টায় মাজার কর্তৃপক্ষ মাজারে গিলাফ চড়ান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে থেকে মাজারে গিলাফ দিয়েছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও মাজারে গিলাফ প্রদান করেন।
গিলাফ চড়ানোর পর মাজারে অনুষ্ঠিত হয় কোরআন খানি, জিকির আজকার ও মিলাদ মাহফিল। ওরশে অংশ নিতে শনিবার সকাল থেকে মাজার এলাকায় ভক্তদের ঢল নামে। তারা দলবেঁধে অবস্থান নিয়ে গভীর রাত পর্যন্ত পরিবেশন করেন বাউল, মুর্শিদীসহ একের পর এক ভক্তিমূলক গান। আখেরী মোনাজাতের পূর্বপর্যন্ত চলে তাদের এ উৎসব। রাত ৩টা ১৫ মিনিটে শুরু হয় আখেরী মোনাজাত। এতে অংশ নেন ওরশে আগত ভক্ত-আশেকানরা। মোনাজাত শেষে উপস্থিত লোকজনের মাঝে পরিবেশন করা হয় শিরনী।
এদিকে, ওরশ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ ৪ স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখে পুরো মাজার এলাকা। অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ১০টি পয়েন্টে বসানো হয়েছিল চেকপোস্ট। ওরশ উপলক্ষে অর্ধশতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরাও বসানো হয় মাজার এলাকায়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, ওরশ উপলক্ষে সিলেট মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের পাশাপাশি ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও। সকলের আন্তরিক সহযোগিতা ও প্রচেষ্ঠায় ওরশ সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।সূত্র- বাসস