কক্সবাজার পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলমকে ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ কায়সার নোবেল কর্তৃক লাঞ্চিত হওয়ায় শনিবার সকাল ১১টায় ক´বাজার জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যেগে কক্সবাজার পৌরসভায় এক বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সহ-সভাপতি মোর্শেদুল আজাদ আবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত কাউন্সিলর কিভাবে সন্ত্রসী কায়দায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের গায়ে হাত তুলতে পারে তা আমাদের বোধগম্য নয়। যেহেতু কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে তাই তাকে গ্রেফতারেকরা জন্য সাতদিনের আল্টিমেটাম দেন তিনি। তাছাড়া বিভাগীয় ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের কাছে দাবী জানান। তিনি তার বক্তব্যে আরো বলেন দেশের ৩২৭ টি পৌরসভার ৩২৫০০ কর্মকর্ত-কর্মচারী কাউন্সিলর নোবেলের আচরণে ক্ষুব্ধ হয়েছে। এবং এ ব্যাপারে বৃহত্তর কর্মসূচি নেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির উপর চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাই নিদৃষ্ট সময়ের পূর্বেই তাকে গ্রেফতারের দাবী জানান। তাছাড়া রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশন পাবার দাবীতে যে কর্মসূচি ঘোষনা করা হয়েছে তাহা যেন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে পালন করি। এবং সকলে ঐক্যবদ্ধ থাকলে সরকার বাহাদুর আমাদের দাবী অচিরেই মেনে নিবেন বলে তিনি বিশ্বাস করেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্রগ্রাম বিভাগীয় সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী বেলাল আহাম্মেদ খাঁন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম,সহ-সাংগঠনিক কামাল হোসেন,সহ-প্রচার সম্পাদক জাকির হোসেন হেলাল, কক্সবাজার জেলা সম্পাদক জায়েদ উদ্দিন, চট্রগ্রাম জেলা সম্পাদক নুরল করিম প্রমুখ। খবর বিজ্ঞপ্তি