গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় প্রতিপক্ষকে ফাঁসাতে প্যারালাইসেস রোগীকে মুমূর্ষ রাগী দেখিয়ে জমি সংক্রান্ত মারামারি মামলা দায়ের করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, উপজেলার মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য আফছার আলী সরকার ও একই গ্রামের আব্দুল হামিদ বাবলু গংদের সাথে ৪ একর ৯ শতক জমি নিয়ে মামলা চলে আসছিল। ঘটনার দিন ২ এপ্রিল জমি দখল করাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের ১৪ জন আহত হয়। এ ঘটনায় আঃ হামিদ ওরফে বাবলু বাদী হয়ে ২১ জনকে আসামী করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আনিছুর রহমান নামে এক প্যারালাইসেস রোগীকে মারপিটের ঘটনায় মুমূর্ষ রোগী দেখানো হয়েছে। এ ঘটনা ফাঁস হওয়ায় এলাকার জনমনে নানা প্রশ্ন তুলছে। এ ব্যাপারে আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যা সত্য তা আমি আদালতে বলব। সরেজমিনে গেলে, নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন।